ইংল্যান্ডে অপ্রত্যাশিতভাবে বাড়ছেই করোনা সংক্রমন

 জিবিনিউজ 24 ডেস্ক //

ইংল্যান্ডে দ্রুত গতিতে করোনাভাইরাসের সংক্রমন বাড়তে থাকায় রোগী সংখ্যা মোকাবেলা করতে গিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সোমবারও ব্রিটেনে ৪১,৩৮৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন আরো ৩৫৭ জন। এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০,৪২৬ জন করোনা রোগী। এর আগে করোনার প্রথম ধাপে গত এপ্রিলে ছিলো প্রায় ১৯,০০০ জন।

ওয়েলস এবং স্কটল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারাও তাদের উদ্বেগের কথা তুলে ধরেছেন। সেখানেও বাড়ছে করোনা রোগী সংখ্যা।

এদিকে সোমবার যুক্তরাজ্যে মহামারি শুরুর পর প্রথমবারের মত ৪১ হাজারের উপরে একদিনে মানুষ আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে এত বেশি আক্রান্ত হলেও কিছুটা স্বাভাবিক হিসেবেই দেখছেন সরকারের কর্মকর্তারা। তারা বলছেন, প্রথম ধাপের সময় এত বেশি পরিক্ষা কেন্দ্র ছিলো না। থাকলে তখনও এত সংখ্যক লোকের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যেত।

পাবলিক হেলথ ইংল্যান্ডের কর্মকর্তা ডা: যোভান ডয়েল বিবিসিকে বলেছেন, হাসপাতালে নতুন রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে ফাইজার/বায়েএনটেক এর ভ্যাকসিন কার্যক্রম চালু থাকায় কিছুটা আশান্তিত তারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন