জিবিনিউজ 24 ডেস্ক //
কুলাউড়ায় প্রায় সাড়ে ৩ শত সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই বই হস্তান্তর করে উপজেলা শিক্ষা অফিস। বছরের শুরুতে দেশের প্রায় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করার জন্য উপজেলা শিক্ষা অফিস এর কাছে হস্তান্তর করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২৮ ডিসেম্বর সোমবার দিনব্যাপী পৌর শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বইগুলো সংগ্রহ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার করোনা পরিস্থিতির কারণে বই উৎসব পালন করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে বইগুলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়া হবে।
কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভূঁঞা কুলাউড়া উপজেলার ১৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশাপাশি প্রায় দেড় শতাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বই হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে জানা গেছে, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য মোট ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই ছাপানোর কথা। এর মধ্যে মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপিয়েছেন দেশীয় মুদ্রাকরেরা। আর প্রাথমিক স্তরের জন্য ১১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ৯৫২টি বই ছাপানো হয়েছে। যা আর্ন্তজাতিক মাধ্যমে দরপত্রের মাধ্যমে এবার ভারত ও চীনে প্রাথমিক স্তরের বই ছাপানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন