শ্রীমঙ্গলে ফিনলে চা পাতার সর্বোচ্চ বিক্রেতা গুপ্ত টি হাউসকে উপহার প্রদান

 জিবিনিউজ 24 ডেস্ক //

শ্রীমঙ্গলে ফিনলে চা পাতার সর্বোচ্চ বিক্রেতা গুপ্ত টি হাউসকে ফিনলে টি কোম্পানির পক্ষ থেকে উপহার স্বরুপ হিসেবে টিভি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে গুপ্ত টি হাউস এর স্বত্বাধিকারী পীযুষ কান্তি দাশ গুপ্ত এর হাতে ফিনলে টি কোম্পানির রিজিওনাল ম্যানেজার (বিপণন) রাশেদ হাসান চৌধুরী একটি ৩২ ইঞ্চি এইচডি টিভি উপহার হিসেবে তার হাতে তুলে দেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও ফিনলে টি এর  স্থানীয় ডিলার মো. সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সহ-সভাপতি কাউছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দীপঙ্কর ভট্রাচার্য লিটন।

চা ব্যবসায়ীর মধ্যে বক্তব্য রাখেন- শাওন টি স্বত্বাধিকারী মো.জামাল আহমেদ, পপুলার টি হাউসের স্বত্বাধিকারী শহীদ আহমেদ, মা মণি টি হাউসের স্বত্বাধিকারী কাউসার আহমেদ ও সিয়াদ এন্ড সিয়াম টি হাউসের স্বত্বাধিকারী আবাছুর রহমান লিটন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম সিলেট ডিভিশনাল প্রতিনিধি বিশ্বজিত  ভট্রাচার্য বাপন, আলোকিত বাংলাদেশর সৈয়দ ছায়েদ আহমদ, বাংলাদেশ বেতারের মামুন আহমদ, সিলেটের হালচাল প্রতিনিধি মিজানুর রহমান আলম, যুগান্তর প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, স্বাধীন বাংলার আমজাদ হোসেন বাচ্চু, দিনকালের রুবেল আহমদ, দেশ রুপান্তরের সুমন আহমেদ, করতোয়ার নূর মোহাম্মদ সাগর, আমাদের কন্ঠের শাকির আহমদসহ ফিনলে টি কোম্পানির বিভিন্ন এলাকার ডিলার ও কর্মকর্তা বৃন্দ।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন