জিবি নিউজ ডেস্ক ।।
কেন্দ্র ঘোষিত কর্মসূচী সারা দেশে একযুগে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মৌলভীবাজার সদর উপজেলা কমিটি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্তরে মানব বন্ধন অনুষ্টানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বারী আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাশ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুলেইছ মোঃ সালেহ প্রমুখ। মানব বন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বেতন বৈষম্য, পদের নাম পরিবর্তন সহ ৫ দফা দাবী উপস্থাপন করেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত দাবীনামা সহ স্মারকলিপি প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন