গনতন্ত্রের বিজয় দিবসে বাংলাদেশ ছাত্রলীগের আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বার্ষিকীতে গনতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষ্যে আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্য সহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণতন্ত্রের বিজয় দিবসের আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য  শোভাযাত্রায় নেতৃত্ব দেন। র‍্যালি্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা দেখেছি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি-জামাতের ধ্বংসযজ্ঞ, নৈরাজ্য-সহিংসতা এবং দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।  গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বাধীনতাবিরোধী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, আগুন সন্ত্রাসী বিএনপি-জামাতকে বর্জন করে দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পরাজিত করে এদিন গণতন্ত্রের বিজয় সূচিত করেছে। এই নির্বাচনে বাংলাদেশের জনগণ তৃতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সুযোগ দিয়েছে। যার ফলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ যখন বাংলাদেশ ধারাবাহিক অগ্রগতির মধ্য দিয়ে কাঙ্ক্ষিত অভিষ্ঠে এগিয়ে যাচ্ছে, তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস-জঙ্গিবাদ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনিমার্ণে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’

 

TAGS:

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন