যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন ২০৫ যাত্রী,কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরো ২০৫ যাত্রী। সেই সাথে ডিসেম্বর মাসেই যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন ১ হাজার ৩৬৯ জন।

যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ২০৫ যাত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক দল।

 

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ২৩৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইটে থাকা ২০৫ জন যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে উড়োজাহাজটি বাকি ৩২ যাত্রী নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১ জানুয়ারি) থেকে যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সব খরচ যুক্তরাজ্যফেরত যাত্রীদের নিজ দায়িত্বে বহন করার কথাও বলা হয়েছে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা, কোভিড-১৯ ও গণমাধ্যম শাখা) শাম্মা লাবিবা অর্ণব বলেন, ২৯ ডিসেম্বর করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে যুক্তরাজ্যফেরত যাত্রীদের বিষয়ে করণীয় নির্ধারণে বিভাগীয় করোনা কমিটি ভার্চ্যুয়াল মাধ্যমে সভা করেছে। সভায় সরকার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সিলেটের কয়েকটি আবাসিক হোটেলে যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের ব্যাপারে আলোচনা চলছে। এক-দুই দিনের মধ্যেই সেটির তালিকা দেওয়া হবে। পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই যুক্তরাজ্যফেরত যাত্রীদের নির্দিষ্ট পরিবহনে করে সেসব হোটেলে পৌঁছে দেওয়া হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, সিলেটে আসা সব যাত্রীদের করোনা নেগেটিভ সনদ ছিলো। সেগুলো পর্যালোচনা করে এবং কিছু শারীরিক পরীক্ষা শেষে তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন