আইনে পরিণত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি

জিবিনিউজ 24 ডেস্ক //

ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পর আইনে পরিণত হলো ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি। এর ফলে ব্রিটিশ স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য।

এর আগে বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে অনুমোদন দেয়। ঐদিন চুক্তিটি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটি হয়। চুক্তিটির পক্ষে পড়েছে ৫২১টি ভোট এবং বিপক্ষে পড়েছে ৭৩টি ভোট।

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এই মহান দেশের নিয়তি এখন আমাদের হাতে রয়েছে ।

২৭ জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার এক বছর পর আগামী ৩১ ডিসেম্বর থেকে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এতে বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন