সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এই সংগঠনের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন এটি। ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে সকাল সাড়ে সাতটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল আটটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা হবে এবং সকাল দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি টিম কর্তৃক শ্রদ্ধাঞ্জলি, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল করা হবে।
এদিকে বেলা চারটায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেঅাইবি) এ ছাত্রলীগ অায়োজন করেছে অালোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সংগঠনের সর্বোচ্চ অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, বুধবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাশে বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন করে। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন্সহ করোনাভাইরাস মহামারী ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে লকডাউনের মধ্যে সারা দেশে কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন