সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সকাল ১০টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।
আজ সোমবার (৪ জানুয়ারি) ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী । সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
প্রতিবছর দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এবছর সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় জিবিনিউজকে বলেন,‘শিক্ষা শান্তি প্রগতি’ স্লোগান নিয়ে ১৯৪৮ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন ছাত্রলীগ। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন এটি। ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
এদিকে বেলা চারটায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেঅাইবি) এ ছাত্রলীগ অায়োজন করেছে অালোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সংগঠনের সর্বোচ্চ অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন