ভ্যাকসিন বাংলাদেশে ৫ ডলারে পাওয়া যাবে

gbn

বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশে প্রায় ছয় কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে। অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।    ২ জানুয়ারি শনিবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।    স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় অনেক দেশের তুলনায় কম দামে এবং অল্প সময়ে বাংলাদেশ ভ্যাকসিন পাবে। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম।    অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ। চলতি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে।    মন্ত্রী আরও বলেন, প্রথম চালানের ভ্যাকসিন কারা প্রথমে পাবেন, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।    ভ্যাকসিন দেওয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

gbn

মন্তব্যসমূহ (১)

  • DuttGeafe

    2 years ago

    Yblyau m are met by the consumption of g of carbo hydrates g of protein and g of fat. https://newfasttadalafil.com/ - Cialis Kynvav Tvkipn <a href=https://newfasttadalafil.com/>Cialis</a> Fxsmhj comprar cialis en farmacias de madrid Ultuee https://newfasttadalafil.com/ - cialis buy


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন