বিশেষ প্রতিনিধিঃইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তি আগামী ৩ জানুয়ারি। এ উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি বলেন, খুনিরা পৃথিবীর কোথাও নিরাপদে থাকতে পারবে না। তেহরান ইউনিভার্সিটিতে রাইসি আরও বলেন, হত্যার নির্দেশদাতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিচারের আওতার বাইরে থাকবেন না। গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলেইমানি। এর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে উঠে। রাইসি এদিন আরও বলেন, তারা কঠিন প্রতিশোধ দেখবে। এত দিন যা দেখেছে, তা ছিল কেবল ঝলক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন