যৌন নিগ্রহ, হেনস্থা, ধর্ষণ নিয়ে প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন বহু মেয়েরা। মুখ খুলেছেন বহু অভিনেত্রীও। হলিউডের #মিটু ক্যাম্পেইনের উদ্যোগে অনেকেই অনেক প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন।
তেমনই গত বছরখানেক আগে প্রকাশ্যে আসে এমি শ্যুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা। তার বয়ফ্রেন্ড তাকে ঘুমের মধ্যে তার অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে জড়ান বলে দাবি করেছেন অভিনেত্রী।
বছরখানেক আগে অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে এই ঘটনার খোলসা করেন এমি। অভিনেত্রী জানান, তিনি এবং তার বয়ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন। তিনি ঘুমচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সত্ত্বেও তার বয়ফ্রেন্ড তাকে ধর্ষণ করেন।
সেই মারাত্মক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, আমি সেই সময় ঘুমোচ্ছিলাম। আর ঘুমানোর সময় আমার বয়ফ্রেন্ড আমার সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করা মানে সেটা ধর্ষণের সমান। তখন রিলেশনশিপের যেই স্টেজে আমার ছিলাম এসব নিয়ে আমরা কোনো কথা বলিনি, কোনো আলোচনাও করিনি এই বিষয় আমারা।
একইসঙ্গে তিনি আরও বলেন, সাধারণত যেকোনো কাপোল প্ল্যান করেই এগোয়। আমরা দু’জনে তখন কিছু প্ল্যানও করিনি। ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরম করে বসল। আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে, খুব আঘাত পেয়েছিলাম। কখনও ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে কখনও এরম করবে আমার সঙ্গে।
যদিও সম্পূর্ণ বিষয়ের জন্য নিজের প্রেমিকাকে পুরোপুরি কাঠগড়ায় তোলেননি অভিনেত্রী এমি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন