যুক্তরাজ্যস্থ্য লক্ষীপুর জেলার রায়পুরবাসীদের নিয়ে এক মিলনমেলা গত ১২ই আগস্ট বুধবার পুর্বলন্ডনের গ্রীনস্ট্রিটস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে রায়পুরপ্রবাসীগন অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি একটি প্রানের মেলায় পরিনত হয়। কমিউনিটি ব্যক্তিত্ব মো: জাকির হোসেন এর সভাপতিত্বে এবং শাহিন আহমেদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার প্রথমে নিজ নিজ পরিচয় দেন এবং কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে সকলেই রায়পুর সোসাইটি ইউকে নামে একটি সংগঠন করার প্রস্তাব দেন। সকলের প্রস্তাবের ভিত্তিতে এবং সকলের সর্বসম্মতিক্রমে লুটন থেকে আগত প্রবীন রাজনীতিবিদ মো: মোরশেদ ফারুক ১৭ বিশিষ্ট একটি কমিটি গঠন করেন। রায়পুর সোসাইটি ইউকে এর আহবায়ক কমিটির কনভেনার মো: জাকির হোসেন, সহকারী কনভেনার জামাল হোসেন জুয়েল, সেক্রেটারী সদস্য নজরুল ইসলাম সুমন, সদস্য যথাক্রমে মো: কাওছার, জি এম মোরশেদ হোসেন ও আমিনুর রহমান ভুইয়া।
এছাড়াও সম্মানিত সদস্যগন হলেন, মোরশেদ ফারুক, শাহিন আহমেদ পাটোয়ারী, আমির আলী চৌধুরী, গিয়াস উদ্দিন ভুইয়া নাহিদ, সিরাজুল ইসলাম, আবুল হোসেন, মো: মুরাদ হোসেন, রিয়াজ আলম, মাহফুজ বিন আনোয়ার, আব্দুল হান্নান এবং আনোয়ার হোসেন। এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠন বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তারা। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় রায়পুরবাসী ছড়িয়ে আছে সকলকে দাওয়াত পৌঁছিয়ে দেয়া সম্ভব না হওয়ায় দুু:খ প্রকাশ করা হয় অনুষ্ঠানে। আগামী ২রা সেপ্টেম্বর পরবর্তী সভায় সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহবান জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন