জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের কমলগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হয়েছেন।
শুক্রবার ও শনিবার উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত ১১ জনের মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে। বেওয়ারিশ কুকুরের লোকজন আহত হওয়ায় মানুষের মধ্যে কুকুরের কামড়ানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
পৌর এলাকার করিমপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইমদাদুল হক (১৩) জুম্মার নামাজের শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের কামরে আক্রান্ত, আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের মুকিত মিয়ার ছেলে মিজান মিয়া(১৭) পৌর এলাকার বড়গাছ গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে এছাড়া আলীনগরে কালীপুর গ্রামে ৮ জন, মদনমোহন চা বাগানে ১ জনসহ ১১জন আক্রান্তের খবর পাওয়া গেছে। আহতরা নিজ নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া কুকুরের কামড়ে আহত লোকদের সত্যতা নিশ্চিত করে বলেন, কুকুরে কামড়ানো নিয়ে যারা আসে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে দেওয়া হয়। এখানে ভ্যাকসিন না থাকায় আহত রোগী গুরুতর হলে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন