যুক্তরাষ্ট্রে পুনরায় স্পিকার নির্বাচিত হলেন ন্যান্সি পেলোসি

জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে রোববার পুনরায় নির্বাচিত হলেন ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। তিনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মহামারি মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং অন্য দলের অগ্রাধিকারগুলো বিবেচনা করার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

স্পিকার পদে পুনর্নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন পেলোসি। এটিই হতে পারে তার শেষ মেয়াদ।

সম্পর্কিত খবর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে তিন লাখের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু এবং মহামারির প্রভাবে চাকরি ও জীবিকা হারানো লাখ লাখ মানুষের কথা উল্লেখ করে ডেমোক্র্যাট এ নেতা হাউসকে বলেন, ‘আমাদের সবচেয়ে জরুরি অগ্রাধিকার থাকবে করোনাভাইরাসকে পরাস্ত করা এবং এটি আমরা করব।’

অল্প ভোটের ব্যবধানে রোববার প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হন ন্যান্সি পেলোসি।

হাউসে পুনরায় স্পিকার নির্বাচিত হওয়া পেলোসি পেয়েছেন ২১৬ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি পেয়েছেন ২০৯ ভোট।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন ন্যান্সি পেলোসি।

এটি ছিল নতুন কংগ্রেসের প্রথম ভোট। যুক্তরাষ্ট্রজুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভোটের আগে গ্রহণ করা হয় ব্যাপক স্বাস্থ্য সতর্কতা। করোনা পরীক্ষা এবং মাস্ক পরে প্রবেশ করার নির্দেশনা দেয়া হয় আইনপ্রণেতাদের।

গত নভেম্বরের নির্বাচনে তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন