টালিউডে এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার (১৭ আগস্ট) টুইটারে রাজ নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
রাজ চক্রবর্তী জানান, সম্প্রতি তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দুইবার পরীক্ষায় তার বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তিনি কোভিড পজিটিভ।
আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন রাজ ও তার পরিবার। তবে তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা হয়নি। শিগগিরই তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে বলেও জানান রাজ চক্রবর্তী।
এদিকে, রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী আট মাসের অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ঠিক এই অবস্থায় তাদের বাড়িতে করোনা হানা দিল। ফলে শুভশ্রী-সহ রাজের গোটা পরিবার যাতে সুস্থ থাকেন, সেই প্রার্থনা শুরু করছেন তাদের ভক্তরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন