জিবিনিউজ 24 ডেস্ক //
জনসেবা, স্বাস্থ্য ও বেসরকারি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে লিবিয়া সরকার।
সোমবার (৪ জানুয়ারি) লিবিয়ার জাতীয় সমঝোতা সরকারের (জিএনএ) বিদেশবিষয়ক মন্ত্রী মোহাম্মদ সায়ালার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটিতে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত শেখ ইস্কান্দার। এ সময় মোহাম্মদ সায়ালা বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করতে যে প্রচেষ্টা চালানো হয়েছে, সেজন্য উভয় পক্ষই একে অপরের প্রশংসা করেছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন