সিলেটে ‘মাহা-ইমজা ৪র্থ মিডিয়া কাপ ফুটবল’র পর্দা উঠছে বৃহস্পতিবার

gbn

    জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেটে অনুষ্ঠিতব্য মাহা ইমজা ৪র্থ মিডিয়া কাপ ফুটবল-২০২১-এর খেলার সূচি চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচ খেলবে উত্তরপূর্ব কিংস বনাম ইটিভি রয়্যালস।

দ্বিতীয় ম্যাচে দুপুর ১২টায় মুখোমুখি হবে টিম নিউজ টুয়ন্টিফোর ও জৈন্তা বার্তা ইগলস। দিনের তৃতীয় ম্যাচে দুপুর সোয়া ২টায় সংবাদ টাইগার্স ও টিম সিলেট মিরর পরস্পরের মুখোমুখি হবে।

দিনের চতুর্থ ম্যাচে বিকাল সাড়ে ৩টায় ডিবিসি নিউজ ও একাত্তরের কথা মুখোমুখি হচ্ছে।


৮ জানুয়ারি শুক্রবারের খেলায় ৫ম ম্যাচে সকাল ১০টায়  টিম সিলেট মিরর বনাম নিউজ টুয়েন্টিফোর, ৬ষ্ঠ ম্যাচে বেলা সাড়ে ১১টায় উত্তরপূর্ব কিংস বনাম একাত্তরের কথা, ৭ম ম্যাচে দুপুর সোয়া ২টায় ডিবিসি নিউজ বনাম ইটিভি রয়্যালস, ৮ম ম্যাচে বিকাল সাড়ে ৩টায় সংবাদ টাইগার্স  বনাম জৈন্তা বার্তা ঈগলস মুখোমুখি হচ্ছে।

৯ জানুয়ারি শনিবারের খেলায় ৯ম ম্যাচে সকাল ১০টায় ইটিভি রয়্যালস বনাম একাত্তরের কথা, ১০ম ম্যাচে দুপুর ১২টায় সংবাদ টাইগার্স  বনাম নিউজ টুয়েন্টিফোর, ১১তম ম্যাচে দুপুর সোয়া ২টায় টিম সিলেট মিরর বনাম জৈন্তা বার্তা ঈগলস, ১২তম ম্যাচে বিকাল সাড়ে ৩টায় ডিবিসি নিউজ বনাম উত্তরপূর্ব কিংস পরস্পরের বিরুদ্ধে খেলবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন