মোফাদ আহমেদ ।। জিবি নিউজ ।।
মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে ১৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি এক মাদকদ্রব্য বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার ফতেপুর এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট গড়ে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল সহ সঙ্গীয় পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত. আজির উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩৩) গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে পুলিশ ১৬ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ১৬ পিছ ইয়াবা উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এমনকি মাদক মামলায় তাকে কয়েকবার গ্রেফতার করাও হয়েছে। এখন সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন