দুঃস্থদের মাঝে ছাত্রলীগের শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছরে পদার্পণ উপলক্ষে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলো বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলো বাংলাদেশ ছাত্রলীগ। 

শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এনামুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের তুলনায় বেশি সাফল্য দেখিয়েছে। জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কৃষকের ধান কেটে খাদ্য সঙ্কট দুর করাসহ বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা সাধারণ মানুষের মনে দাগ কেটেছে। এতে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়াতে পারে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাত কোটি মানুষকে ডাটাবেজের আওতায় এনে আমরা মানবিক সহায়তা পোঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মানুষের পাশে আছি এবং আজীবন থাকব। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলায় অনেক উন্নত দেশের তুলনায় বেশি সাফল্য দেখিয়েছে। আজ বাংলাদেশ জিডিপির প্রবৃদ্ধি, মাথাপিছু আয় এবং উন্নয়নের বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানকেও ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। আর সব কিছুই শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন দেশ ও জনতার জন্য কাজ করার জন্য। এখনো কৃষকের ধান কাটা থেকে শুরু করে মানব সৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ ছাত্র সংগঠন নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্রলীগের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেকেই ছাত্রলীগের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন। বাংলাদেশ ছাত্রলীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে ছাত্রলীগ শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। এ সময় তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, আপনারা ছাত্রলীগের ভালো কাজগুলোও বেশি করে প্রচার করবেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতার নিজ হাতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর পদার্পণ করেছি। এই ৭৩ বছরের ইতিহাস ৭৩ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস।জাতির পিতা বলে গিয়েছিলেন ছাত্রলীগের ইতিহাস এই বাংলার ইতিহাস।

 তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতিটি বাঁকে বাঁকে প্রত্যেকটি জাতীয় অর্জন এবং সকল আন্দোলন, সংগ্রামের মুখপত্র হিসেবে কাজ করেছে যে সংগঠনটি সেটি হলো বাংলাদেশ ছাত্রলীগ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ ইমরান জমাদ্দার, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন