জিবি নিউজ ডেস্ক ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারে পৌরসভার আয়োজনে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুরে পৌর জনমিলন কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর মডেল থানা অফিসার ইনর্চাজ ইয়াছিনুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, কাউন্সিলার মনবীর রায় মঞ্জু ও আসাদ হোসেন মক্কু। পরে দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
শোক সভায় অতিথিরা বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে দিক নির্দেশনা। এখন মানুষ সঠিক ইতিহাস জানতে পারছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশ গঠনে সন্ত্রাস ,দুর্নীতি রোধে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে কাজ করার আহবান জানান বক্তারা ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন