মৌলভীবাজার সদর উপজেলা নিরাপদ চিকিৎসা চাই কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিবি নিউজ ডেস্ক ।।

মৌলভীবাজার সদর উপজেলা নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার পৌরসভা সংলগ্ন জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে সদর উপজেলা কমিটির আহবায়ক- শেখ জুয়েল আহমদের সভাপতিত্বে এবং নাজমুল খাঁন ও ১ম যুগ্ম আহবায়ক লুবনা তামান্না আহমদ শ্যামার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজগর আলী- প্রতিষ্ঠাতা সভাপতি নিরাপদ চিকিৎসা চাই মৌলভীবাজার জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুর রহমান রাফাহ- প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মৌলভীবাজার জেলা। এ.বি রউফ- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা। মাহফুজুল হাসান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা। অনুষ্টানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত ও মরহুম জাবির নওশাদ খাঁনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের কার্যক্রম সম্পন্ন করা হয়।

উক্ত সভায় বক্তারা নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য উদ্দ্যেশ্যে সহ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি আজগর আলী বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগপূর্ণ সময়ে সংগঠন কর্তৃক যেকোনো ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত। বিশেষ অতিথি রাফাহ বলেন, দেশের সর্ববৃহৎ সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই, এটি একটি অরাজনৈতিক সংগঠন। চিকিৎসা ক্ষেত্রে অবহেলিতদের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। আহবায়ক শেখ জুয়েল আহমদ বলেন, নিরাপদ চিকিৎসা চাই সংগঠন একটি সামাজিক সংগঠন, উক্ত সংগঠনের মূল কাজ হচ্ছে চিকিৎসা খাতে নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা ও চিকিৎসা ক্ষেত্রে অনিয়ম দূরীকরণ সহ বিভিন্নভাবে অবহেলিত রোগীদের পাশে থেকে সাহায্য করা। ১ম যুগ্ম আহবায়ক লোবনা তামান্না আহমদ শ্যামা বলেন, নিরাপদ চিকিৎসা চাই সংগঠন, নিরাপদ চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়াও উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক, সেজিম বখশ, খালেদ আহমদ, সাব্বির আহমদ, মালিহা আক্তার কোরেশি, আফিকুল ইসলাম হৃদয়, জুলি তালুকদার, সদস্য এহিয়া আহমেদ, মুনসুর, মুজাহিদ সহ প্রমুখ। পরিশেষে, জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দরা সদর উপজেলা কমিটির হাতে কমিটির তালিকা হস্তান্তর করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন