বাসায় ফিরবেন সৌরভ

  জিবিনিউজ 24 ডেস্ক //

একদম ফিট আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার হার্টের কন্ডিশন খুব ভালো আছে। বুধবার (৬ জানুয়ারি) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও নিজে থেকেই আরেক থাকছেন তিনি। বাসায় ফিরবেন আগামীকাল।

আজ সকাল থেকেই হামপাতাল স্বাভাবিক জীবন-যাপন করছেন বিসিসিআই প্রেসডেন্ট। তার বাড়ি ফেরার যাবতীয় প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে ছিল। মনে করা হয়েছিল যে বুধবার বাড়ি ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হবেন সৌরভ।

 

সৌরভের ছাড়া পাওয়ার খবরে বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে সৌরভ-ভক্তদের ভিড় উপচে পড়েছে। বেশির ভাগই কমবয়সি। তাদের হাতে প্ল্যাকার্ড, ‘কামব্যাক দাদা’! একই ছবি ধরা পড়েছে সৌরভের বাড়ির সামনেও। প্ল্যাকার্ড নিয়ে ভক্তদের দেখা গিয়েছে তার বেহালা চৌরাস্তার বাড়িতেও।

শুধু তাই নয়, হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার জন্য পুলিশি পাহাড়ার বন্দোবস্তও করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও হাসপাতাল থেকে বের হননি সৌরভ। বাইরে তখন অধীর আগ্রহে অপেক্ষা সংবাদকর্মী ও তার ভক্তরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন