জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মেরী গোল্ড সিএনজি গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার সময় নজেল পাইপ ফেটে আগুন লেগে তিনটি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় স্টেশনের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী কর্তৃপক্ষের।
বুধবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের মেরীগোল্ড সিএনজি ফিলিং স্টেশনে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, পুড়ে যাওয়া তিনটি জিএনজি চালিত অটো রিকশার মালিক মো. নুর মিয়া, মো. জামাল মিয়া ও অনিক দেব।
আগুনে পুড়ে যাওয়া সিএনজি চালিত অটো রিকশার চালক নুর মিয়া জানান, বুধবার দুপুর দুইটার দিকে সিএনজি চালিত অটো রিকশায় গ্যাস নিতে যান তিনি। গ্যাস নেওয়ার সময় নজেল (পাইপ) সিএনজিতে সংযুক্ত করার সাথে সাথে বিকট শব্দ হয়ে নজেলটি ফেটে যায়। এসময় নজেল থেকে গ্যাস চারদিকে ছড়িয়ে বের হতে থাকে এবং সাথে সাথেই গাড়িতে আগুন ধরে যায়।
তিনি জানান, তার গাড়িতে তখন দু’জন যাত্রী সিটে বসা ছিল। তাদেরকে দ্রুত গাড়ি থেকে নামিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যান। এসময় পাশে সিএনজি গ্যাস নেওয়ার জন্য দাড়িয়ে থাকা দু’টি সিএনজি চালিত অটোতে ও গ্যাস স্টেশনের মেশিনে আগুন ধরে যায়। পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
মেরী গোল্ড সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম জানান, দুপুর খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন। পরে খবর পেয়ে দ্রুত
ঘটনাস্থলে আসি । এসে আগুন দেখে ফায়ার বক্স নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। সাধারণত গ্যাস পাম্পে আগুন লাগলে কেউ এগিয়ে আসে না, ভয়ে দূরে সরে যায়। আমি দ্রুত সেখানে গিয়ে পাম্পে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস ও আসে।
আগুন লাগার ফলে গ্যাস পাম্পের ডিসপেন্সার মেশিন, নজেল, ওয়ারিংসহ অনেক কিছু পুড়ে গেছে। এতে ফিলিং স্টেশনের অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল আহাদ বলেন, গ্যাস পাম্পে ডিসপেন্সারের নজেল (পাইপ) সিএনজিতে গ্যাস দেয়ার সময় নজেল পাইপ ফেটে আগুনের সুত্রপাত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন