মেয়াদ বাড়ল জার্মানিতে ফের লকডাউনের

বিশেষ প্রতিনিধিঃ আবারও লকডাউনের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জার্মান সরকার। পাশাপাশি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলাচলে কঠোরতা আরোপ করা হয়েছে সেখানে।    দেশটির চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল বার্লিনে ১৬ আঞ্চলিক নেতার সাথে আলাপের পর সাংবাদিকদের বলেন, “আমাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে”। মঙ্গলবার (৫ জানুয়ারি) সংবাদমাধ্যম ।এ সময়, আঙ্গেলা ম্যার্কেল সবাইকে সতর্ক করে বলেন, ইতিমধ্যে দেশের সব হাসপাতালে রোগীদের উপচেপরা ভিড় আছে বিশেষ করে ইনটেনসিভ কেয়ারগুলো খালি নেই।    নতুন কড়াকড়ি মধ্যে বলা হয়েছে- জার্মানির সব ধরণের দোকানপাট, রেস্তোরা, স্কুল এবং নার্সারিগুলো আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।    যেসব শহর ও জেলায় গত এক সপ্তাহে নতুন করে ১ লাখের বিপরীতে ২০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছে সেসব এলাকায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার পর্যন্ত চলাচলের সীমাবেঁধে দেওয়া হয়েছে বলে আঙ্গেলা ম্যার্কেল ঘোষণা দেন।উচ্চ মাত্রার করোনা সংক্রমণের দেশ থেকে জার্মানিতে প্রবেশ করলে ভ্রমণকারীদের দুইবার করোনা পরীক্ষা করাতে হবে এবং করোনা নেগেটিভ রিপোর্ট এলেও কমপক্ষে পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন