মৌলভীবাজার প্রতিনিধি ॥ জেলার শ্রীমঙ্গল প্রেসক্লাব এর নব নির্মিত মার্কেট প্রেসক্লাব কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এ কমপ্লেক্সের উদ্বোধন করেন সাবেক চিপ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী,অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক, প্রেসক্লাব সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ভারপ্রাপ্ত সম্পাদক ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ,সিনিয়র সদস্য সরফরাজ আলী বাবুল,সদস্য মোঃ কাওছার ইকবালসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের আয় বর্ধনের জন্য ক্লাব চত্ত্বরে ৪২ ফুট দীর্ঘ ও ১৬ফুট প্রস্তে ৪ রুমের একটি মার্কেট নির্মান করা হয় এবং যার নাম করণ করা হয় প্রেসক্লাব কমপ্লে´।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন