জিবিনিউজ 24 ডেস্ক //
ব্রিটিশ পার্লামেন্টে আর্লি ডে মোশন (ইডিএম) এ, লেবার, লিবারেল ডেমোক্র্যাটস এবং এসএনপি থেকে সংসদীয় সহকর্মীদের দ্বারা স্বাক্ষরিত প্রস্তাবে পপলার এবং লাইমহাউসের সাংসদ আপসানা বেগম বলেছেন, “ইউকে হাসপাতালে সাদা ব্রিটিশদের তুলনায় কালো এবং আফ্রিকান বংশোদ্ভূতদের মধ্যে কোভিড-১৯- এর মৃত্যুর হার ৩.৫ গুণ বেশি ছিল।
“হোয়াইট ব্রিটিশ গোষ্ঠীর লোকদের তুলনায় বাংলাদেশি জাতিগোষ্ঠীর লোকেরা প্রায় দ্বিগুণ মৃত্যুর ঝুঁকিতে ছিলেন। আর চিকিৎসকদের মধ্যে ৯৫% বেইম (BAME) কমিউনিটির চিকিৎসক মারা গিয়েছিলেন।
“… অন্যান্য দুর্বল গ্রুপ ও স্বাস্থ্যসেবা কর্মীদের পাশাপাশি ভ্যাকসিন দেয়ার জন্য বেইম (BAME) সম্প্রদায়কেও অগ্রাধিকার দেওয়া উচিত; এবং তা বাস্তবায়নে সরকারকে COVID-19 টিকা দেওয়ার সিদ্ধান্তে অগ্রাধিকার নির্বাচনে সংশোধন করার আহ্বান জানাচ্ছি।”
পরিসংখ্যানে ক্রমাগতভাবে দেখা গিয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসা লোকেরা মহামারী দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পরবর্তীতে আর্লি ডে মোশন (ইডিএম) এসেছে।
আপসানা বেগম এমপি হেলথ সেক্রেটারীকে টিকাদানে অগ্রাধিকারের বিষয়টি নিয়ে এবং প্রধানমন্ত্রীকে কোভিড পরীক্ষার অগ্রাধিকার দেয়া নিয়ে প্রশ্ন করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন