মৌলভীবাজারের কমলগঞ্জে আ.লীগ মেয়র প্রার্থীর প্রচারণার গাড়িতে আগুন

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী জুয়েল আহমদের নৌকা প্রতীকে প্রচারণার গাড়িতে দুবৃত্তরা আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত ১১টায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় মেয়র প্রার্থীর প্রচারণার সিএনজি-অটোরিক্সায় ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়, প্রচারণা শেষে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী নৌকার প্রচারণার মাইক লাগানো সিএনজি- চালক শফিক মিয়া গাড়ি বাড়িতে নিয়ে যাচ্ছিল। এ সময় যুদ্ধাপুর গ্রামে যাবার পথে অতর্কিতে একদল দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় সিএনজি সাইডের পর্দা ছিড়ে এবং একপাশে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গাড়ীর মালিক থানায় অভিযোগ করেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জুয়েল আহমেদ বলেন, প্রচারণা শেষে সিএনজির ড্রাইভার যুদ্ধাপুর গ্রামে যাবার পথে অতর্কিতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। হামলায় সিএনজি সাইডের পর্দা ছিড়ে এবং একপাশে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গাড়ীর মালিক থানায় অভিযোগ করছেন। পুলিশ তদন্ত ক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এখানে হামলার কোন ঘটনা ঘটেনি। এছাড়াও থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন