জাতীয় শোক দিবসে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ১৫ই আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে লন্ডনস্হ 'সিডনী ষ্ট্রিটে' বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পার্ঘ অর্পন এবং পরে এক আলোচনা সভার আয়োজন করে।
পরিষদের সিনিয়র সহ-সভাপতি, সাবেক মেয়র সেলিম উল্লাহ্র সভাপতিত্তে সাধারন সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান সভা পরিচালনা করেন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী আনসার আহমেদ উল্লাহ, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ড আনিছুর রহমান আনিছ, ব্যারিস্টার মাজেদ আহমেদ , মির্জা আনসার , জামাল আহমেদ খান, আহসান ইলিয়াস, মজুমদার মিয়া সহ আরও অনেকে। সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং অবিলম্বে অপরাপর আসামিরা যারা এখনও পলাতক রয়েছে তাদেরকে বিদেশ থেকে ধরে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন