জিবিনিউজ 24 ডেস্ক //
ব্রিটেনে করোনা মহামারির শুরুর পর থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে শুক্রবার। একই সাথে আক্রান্তের দিক থেকেও একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৩২৫ জন। গতকাল শুক্রবার ছিলো ১১৬২ জন, বুধবার ছিলো ১০৪১ জন। মোট মৃতের সংখ্যা ৭৯ হাজার ৮৩৩ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮,০৫৩ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৫২,৮১৮ জন, বুধবার আক্রান্ত হয়েছিলেন ৬২,৩২২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জন। (দ্যা সান)
এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৭১৫, ওয়েলস ৫৬ জন, স্কটল্যান্ডে ৯৩ জন, এবং নর্দান আয়ারল্যান্ডে ২০ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন