বেকা সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠন

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার (৮ জানুয়ারি) শুক্রবার বিকেল ৩টায় লামাবাজারস্থ মদনমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় সভার শুরুতে গত সভার সিদ্ধান্ত ও প্রস্তাবসমূহ এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন উত্থাপন করেন সম্পাদক বিভাস রায়। পরে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রস্তাব ও সিদ্ধান্তসমূহ এবং দ্বি-বার্ষিক প্রতিবেদন গৃহিত হয়। পরবর্তীতে কোষাধ্যক্ষ আব্দুল মুনিম মল্লিক মুন্না ২০১৯-২০ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব উত্থাপন করলে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে তা অনুমোদিত হয়।

সভায় বক্তব্য রাখেন, বেকা সিলেট ইউনিটের প্রধান উপদেষ্টা লে. কর্নেল (অব) অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, সাবেক সভাপতি ও জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মাহবুব সোবহানী চৌধুরী।

দ্বিতীয় পর্বে ২০২১-২২ সালের নতুন কমিটি গঠন উপলক্ষে দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার লে. কর্নেল (অব.) অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, নির্বাচন কমিশনার মাহবুব সোবহানী চৌধুরী, বেকা জাতীয় নির্বাহী কমিটির পর্যটন সচিব আব্দুল্লাহ আল হারুন রাজু, এমসি কলেজের সহকারী অধ্যাপক হেলাল ঊদ্দিন এবং শিল্পী ধর।

নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সদস্যদের পদের বিপরীতে নিজ নিজ নাম প্রদানের আহবান জানান। কিন্তু উপস্থিত সদসগণ নির্বাচনে না গিয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেন। আলোচনা ক্রমে প্রধান নির্বাচন কমিশনার লে. কর্নেল (অব.) অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর ২০২১-২২ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি- ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সহ সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক- মোহাম্মদ জাহিদ সারওয়ার সবুজ, সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমেদ শেপুল, কোষাধ্যক্ষ আহমদ উল মুহাইমিন চৌধুরী টিপু, প্রচার সম্পাদক মো. ফারুক হাসান সুজন, দপ্তর সম্পাদক পিকলু কুমার সরকার, সমাজ কল্যাণ সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, মহিলা সম্পাদিকা জয়স্রী দেব জয়া, নির্বাহী সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, শামীম আহমেদ, মোহাম্মদ আমিনুল ইসলাম, রাহেল আহমেদ এবং সাকি সাদিকুর রহমান,।

কোঅপ্ট সদস্য হানুর রশিদ, মোহাম্মদ আব্দুল লতিফ, মো. ছদরুল ইসলাম, মো. এনামুল হক এনাম ও শাহ আলম রাফি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন