মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে বেইজিংয়ের নয়া কৌশল

জিবিনিউজ 24 ডেস্ক //

বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কের সূচক প্রতিদিনই অবণতি হচ্ছে। এ ওর বাণিজ্যিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করা, বাণিজ্যে শুল্ক বসানোসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেন এখন রুটিন কাজের অন্তর্ভুক্ত হয়েছে। এবার সেই লড়াইয়ে নতুন কৌশলের অবলম্বন করছে চীন।

শনিবার (৯ জানুয়ারি) দেশটি নিজেদের কোম্পানি ও নাগরিকদের ওপর বিদেশি ’অযৌক্তিক’ নিষেধাজ্ঞা ঠেকাতে নতুন একটি নীতিমালা প্রণয়ন করেছে।

চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির অভিযোগ ‘অযৌক্তিকভাবে’ কোনো কোনো দেশ চীনের নাগরিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এসব নিষেধাজ্ঞার বিস্তারিত তাদের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। যাতে করে দেশটির নাগরিকরা আগাম সতর্ক হতে পারে। একই সঙ্গে এই ধরনের বিষয়গুলোর আইনি বিষয়াদি যাচাইয়ে একটি কমিটি গঠন করেছে বেইজিং।

চীন নাগরিকদের উদ্দেশে দেওয়া একটি নির্দেশনায় জানায়, কোনো নাগরিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি তৃতীয় কোনো রাষ্ট্র বা বিদেশি কোনো নাগরিকের সঙ্গে কোনো বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হন তবে, সেটি ৩০ দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাতে হবে। একই সঙ্গে মন্ত্রণালয় তাদের সবধরনের তথ্য উপাত্ত ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে বাধ্য থাকবে।

অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গঠন করা কমিটি আন্তর্জাতিক আইন, চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় সুরক্ষা এবং এর প্রভাব চীনের নাগরিকদের ওপর কি রূপ হবে সেই সম্পর্কিত ঘটনা নিয়ে কাজ করবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন