নিজ দলের সিনেটর ট্রাম্পকে পদত্যাগ করতে বললেন

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃপ্রথম রিপাবলিকান চেম্বার সদস্য হিসেবে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের আহ্বান জানিয়েছেন সিনেটর লিসা মারকোভস্কি।    ৮ জানুয়ারি শুক্রবার আলাস্কার এই নারী আইনপ্রণেতা বলেছেন, প্রেসিডেন্ট জাতির ‘যথেষ্ট ক্ষতি’ করেছেন। খবর : বাসস    একজন রিপাবলিকান হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে লিসা বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গাবাজদের ঢুকে পড়ার উসকানি দেওয়ার অভিযোগ সত্ত্বেও যদি তার দল ট্রাম্পের প্রতি অনুগত থাকে, তাহলে ভালোর জন্য তিনি তার পক্ষ ত্যাগ করতে পারেন।    অ্যাকহোরেজ ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি তার পদত্যাগ চাই। আমি চাই তিনি সরে যান। তিনি জাতির যথেষ্ট ক্ষতি করেছেন।’    ‘চলমান কোভিড-১৯ কে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তিনি হয় গলফ খেলছেন অথবা ওভাল অফিসে বসে ফুঁসছেন এবং তার অনুগত ও বিশ্বস্ত প্রত্যেক ব্যক্তিকে ছুড়ে ফেলছেন’ যোগ করেন তিনি।    রিপাবলিকান এই সিনেটর বলেন, ‘তিনি (ট্রাম্প) কেবল নিজের অহংকারের জন্য সেখানে থাকতে চান; তার বেরিয়ে যাওয়া উচিত। তার ভালো কাজ করা দরকার; তবে আমি মনে করি না যে তিনি ভালো কিছু করতে সক্ষম।’    লিসা (৬৩) সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রিট কাভানউগের স্থায়ীকরণের বিরুদ্ধে ভেটো দেওয়াসহ বিভিন্ন বিষয়ে নিজের পার্টি এবং ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন