সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি গ্রেপ্তার

সিঙ্গাপুরের এক নাগরিকসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)। অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) এ খবর জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আইন প্রয়োগকারীরা অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে চারজন বাংলাদেশি। একজন সিঙ্গাপুরের নাগরিকও আছেন। তাদের বয়স ২৫ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।

 

তাদের বিরুদ্ধে অভিযোগ, ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত এমন সব কাজ করছেন। গত বৃহস্পতিবার আইন প্রয়োগকারীরা যখন অভিযান পরিচালনা করেন, তখন এসব ব্যক্তি ক্লিনিং সার্ভিস বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

স্ট্রেইটস টাইমস বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। তারা অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিএ।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কেউ সিঙ্গাপুরে অবস্থান করেন তাহলে তার শাস্তি কমপক্ষে ৬ মাসের জেল এবং কমপক্ষে তিন ঘা বেত্রাঘাত। সর্বোচ্চ সাজা হতে পারে দুই বছরের জেল। সঙ্গে জরিমানা করা হতে পারে ৬ হাজার ডলার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন