ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও মৃতদেহের অংশ উদ্ধার

 জিবিনিউজ 24 ডেস্ক //

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে পানি থেকে রোববার বিধ্বস্ত বোয়িং বিমানের ধ্বংসাবশেষ এবং যাত্রীদের শরীরের অংশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে ৬২ জন যাত্রী নিয়ে সুকর্ন হাত্তা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়নের প্রায় ৪ মিনিট পর শ্রীবিজয়া এয়ার বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি বিধ্বস্ত হয়।

বিমান বিধ্বস্তের কোন কারণ এখনো জানা যায়নি, কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা প্রায় নেই।

 

জাকার্তা পুলিশের মুখপাত্র ইউসরি ইউনুস মেট্রো টিভিকে বলেন, ‘আজ সকাল পর্যন্ত (মৃতদেহের ) দু’টি ব্যাগ পেয়েছি, এতে এক যাত্রী এবং অপর মৃতদেহের প্রত্যঙ্গ রয়েছে।’

রোববার নগরীর বিস্তৃত উপকূল জুড়ে উদ্ধার কার্যক্রমে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ডুবুরি মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ১০ জন শিশুসহ ৬২ জন যাত্রী ছিল, সকলেই ইন্দোনেশিয়ার নাগরিক।

শ্রীবিজয়া এয়ার ফ্লাইট এসজে ১৮২ ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের পন্টিয়ানাক শহরের উদ্দেশে যাত্রা করেছিল, জাভা সাগরের উপর দিয়ে এটি বিমানের ৯০ মিনিটের পথ। বিমানটি উড্ডয়নের পরপরই জাভা সাগর উপকূলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরই যাত্রীদের ভয়ার্ত স্বজনরা শনিবার রাতে পন্টিয়ানাক বিমান বন্দরে যাত্রীদের ব্যাপারে খবরের অপেক্ষায় জড়ো হন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন