করোনা জয় করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর সুস্থ হলেন তিনি। সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর স্ত্রী।
৩৮ বছর বয়সী মিশেল ইনস্টাগ্রাম পোস্টে জানান, পরীক্ষার ফলাফল নেগেটিভ। প্রার্থনা ও সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।
করোনা পরীক্ষার রিপোর্টের ছবিও পোস্ট করেছেন তিনি, যেখানে লেখা ‘ধরা পড়েনি।’
গত বুধবার মিশেলের দাদি কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। ব্রাজিল প্রেসিডেন্টের দ্বিতীয় স্ত্রীর ঘরের ছোট ছেলে ২২ বছর বয়সী জাইর রেনানেরও করোনা পজিটিভ এসেছে। শনিবার (১৫ আগস্ট) তিনি একটি ভিডিও পোস্ট করেন। সেখানে একটি ওষুধ খেতে দেখা গেছে তাকে, যাকে তিনি বলছেন হাইড্রক্সিক্লোরোকুইন। এই ওষুধটির কার্যকারিতা প্রমাণিত না হলেও ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট করোনার চিকিৎসায় এটি খেতে পরামর্শ দিচ্ছেন।
গত ৭ জুলাই বোলসোনারোও করোনায় আক্রান্ত হন। হালকা উপসর্গ নিয়ে ওই মাসের শেষ দিকে সুস্থ হন তিনি। ব্রাজিলে এ পর্যন্ত ৩৩ লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন এক লাখ ৭ হাজারের বেশি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন