লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজে সোনালি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা || 

রাজধানীর স্বনামধন্য লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সোনালি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সোনালি ব্যাংকের কালেকশন বুথ আনুসষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আছাদুল হক। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আমিনুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রান্ঞ্চেস কন্ট্রোল ডিভিশন) প্রতিভা রানী সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, প্রভাষক মঈনউদ্দিন আহমেদ, প্রভাষক এখলাসুর রহ্মানসহ সম্মানিত শিক্ষকমণ্ডলী ও সোনালি ব্যাংকের নির্বাহী কর্মকর্তাবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন সোনালি ব্যাংকের লালবাগ রোড শাখার ম্যানেজার মোঃ কামাল হোসেন ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, লেকচারার সাজেদা চৌধুরী ও প্রিন্সিপ্যাল অফিসার মাহ্মুদ হাসান। 

আলোচনায় বক্তারা বলেন, লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে। আমরা খুব আনন্দিত যে, এই ক্যাম্পাসে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক এর একটি কালেকশন বুথ চালু করতে পেরে। আশা করি এই কালেকশন বুথের মাধ্যমে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলীদের দোরগােড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবো। আগামীতে এই ক্যাম্পাসে এটিএম বুথ স্থাপন করা হবে যাতে ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলীরা খুব দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিতে পারবেন। 

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঢাকা মহানগরীসহ ৬টি বিভাগে ১১টি উচ্চ মাধ্যমিক মডেল বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত করে । ২০০৭ সালে যাত্রা শুরু করে স্বল্প সময়ের লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছে।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন