বঙ্গবন্ধু ছিলেন ঋষিতুল্য শান্তিদূত: রীভা গাঙ্গুলি

gbn

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ঋষিতুল্য শান্তিদূত ও ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলি দাশ। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের একটি সংক্ষিপ্ত ও প্রাণবন্ত ভার্চুয়াল বইপাঠ সভার আয়োজন করে। সভায় এই মন্তব্য করেন ভারতীয় রাষ্ট্রদূত। ভারতীয় দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভা উদ্বোধন করে রীভা গাঙ্গুলি বলেন, ‘বঙ্গবন্ধু মানে একজন সাহসী নেতা, একজন দৃঢ়চেতা মানুষ, একজন ঋষিতুল্য শান্তিদূত; একজন ন্যায়, সাম্য ও মর্যাদার রক্ষাকর্তা, একজন পাশবিকতা বিরোধী এবং যে কোনও জুলুমের বিরুদ্ধে একটি ঢাল।’

 

তার বক্তব্যের পরে অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঁচটি অনুচ্ছেদ পাঠ করা হয়। বঙ্গবন্ধুর সাহসিকতা ও বাংলাদেশের উন্নয়নে তার অবর্ণনীয় অবদান নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় অংশ নেন অধ্যাপক ফকরুল আলম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজগোপাল ধর চক্রবর্তী, দ্য এশিয়ান এইজ পত্রিকার সম্পাদক সৈয়দ বদরুল আহসান, বিশ্বভারতীর ইতিহাস বিভাগের শিক্ষক ড. শুভায়ু চট্টোপাধ্যায়, কবি, উদ্যোক্তা এবং ঢাকা লিট ফেস্টের সহ-প্রতিষ্ঠাতা সাদাফ সাজ। অধিবেশনটি পরিচালনা করেন আইজিসিসি ঢাকার পরিচালক নীপা চৌধুরী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন