আবারও লা লিগায় ফিরেছেন ডেভিড সিলভা। সাবেক ম্যানচেস্টার সিটি প্লে-মেকার দুই মৌসুমের জন্য যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদে।
এদিকে সিলভার যোগ দেয়ার খবরে ক্র্যাশ করেছে সোসিয়েদাদের ওয়েবসাইট। সবাইকে চমকে দিয়ে সোসিয়েদাদ যখন সিলভাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়, তখন এ চুক্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েন ভক্ত-সমর্থকরা। এ কারণে বেশ কিছু সময় ডাউন ছিল ক্লাবটির ওয়েবসাইট।
ইতিহাদে টানা ১০ বছর কাটিয়েছেন সিলভা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফরাসি ক্লাব লিঁও’র বিপক্ষে ৩-১ ব্যবধানের পরাজয়টি হয়ে থাকলো সিটির জার্সিতে তার শেষ ম্যাচ।
২০১০ সালে লা লিগার আরেক ক্লাব ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন সিলভা। ৩৪ বছর বয়সী স্পেনিয়ার্ড সিটিজেনদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৩৬ ম্যাচ। জিতেছেন ১৪টি শিরোপা।
ইতালিয়ান ক্লাব লাৎসিও তিন বছরের চুক্তিতে সিলভাকে দলে ভেড়াতে চেয়েছিল। কিন্তু তিনি ফ্রি ট্রান্সফার ফি’তে যোগ দেন সদ্য সমাপ্ত লা লিগার মৌসুমে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থাকা সোসিয়েদাদে।
মার্টিন ওদেগার্ড এক বছর ধারে খেলে পুনরায় রিয়াল মাদ্রিদে ফিরে যাওয়ায় ক্লাবটি একজন নতুন প্লে-মেকারের খুঁজে ছিল। আর সোসিয়েদাদের সেই অভাবই পুরণ করতে যাচ্ছেন সিলভা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন