হঠাৎ ‘অসুস্থ’ সাহেদ, নেয়া হলো বিএসএমএমইউতে

রিমান্ডের বদলে হাসপাতালে গেলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম৷ রিমান্ডে নেওয়ার পথে হঠাৎ ‘অসুস্থ’ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রিমান্ডে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আনার পথে বুকে ব্যাথা অনুভব করেন সাহেদ। পরে দুদক কার্যালয়ে না নিয়ে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে৷

এ বিষয়ে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে সাহেদকে আনা হয়েছে৷ তিনি কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন৷ তার ইসিজি রিপোর্ট ভালো৷ আরো কিছু পরীক্ষা করা হবে৷

তিনি বলেন, এর আগে সোমবার দিবাগত রাতেও সাহেদকে এখানে নিয়ে আসা হয়েছিল৷

প্রসঙ্গত, অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধানে সোমবার (১৭ আগস্ট) প্রথম দিনের মতো সাহেদকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওইদিন সকাল ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়।

এর পর দুদকের উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে এ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন