মালিতে বোমা হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

gbn

  জিবিনিউজ 24 ডেস্ক //

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। জাতিসংঘ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (১৩ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চল টিম্বাকটুর বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।

 

আগ থেকে পুঁতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হয়। একইসময় অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি চালায়। তবে কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। তবে ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।

নিহত শান্তিরক্ষীরা আইভরি কোস্ট থেকে এসেছিলেন বলে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মালির জাতিসংঘ মিশনে ১৩ হাজারেরও বেশি সেনা সদস্য কর্মরত রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমনে কাজ করছেন তারা। এখন পর্যন্ত মিশনটির প্রায় ২৩০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন