মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি:সবাইকে ঐক্যবদ্ধ এবং সহিংসতা এড়াতে আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ জানুয়ারি বুধবার স্থানীয় সময় দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার পর ট্রাম্প এই আহ্বান জানান। তবে নিজের অভিশংসন হওয়া নিয়ে কোনও কথা বলেননি। এক ভিডিও বার্তায় ট্রাম্প মার্কিনীদের এক হওয়ার আহ্বান জানান। তিনি পরিবারের ভালোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। দেশটির স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ১০ জন রিপাবলিকান নেতা ভোট দেন। দেশটির ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টকে দ্বিতীয়বারের মত অভিশংসিত করা হলো। উল্লেখ্য, গত সপ্তাহে ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকেরা। সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ওই হামলার ট্রাম্পের ভাষণের মাধ্যমে তার অনুসারীরা প্ররোচিত হয়েছেন বলে অভিযোগ উঠে। এই অভিযোগেই ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসন করলেন ডেমোক্র্যাটরা
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন