মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি: কানাডায় ১০টি প্রভিন্স এবং তিনটি টেরিটরি রয়েছে। এই তিনটি টেরিটোরির মধ্যে ইউকন একটি। কানাডার তিনটি টেরিটোরি দেশটির উত্তর দিকে অবস্থিত। ইউকন কানাডার উত্তর-পশ্চিমে। টেরিটোরিগুলোর আবহাওয়া খুবই ঠাণ্ডা থাকে। ইউকন টেরিটোরিটি তার ঠাণ্ডার জন্য পরিচিত। তার পরও এখানে ২০১৬ সালের আদমশুমারি অনুসারে ৩৫ হাজার ৮৭৪ জন বসবাস করে। এখানকার আয়তন হচ্ছে ৪ লাখ ৭৪ হাজার ৩৯১ বর্গকিলোমিটার। রাজধানী হোয়াট হর্স। সেখানে লোক বাস করে ২৫ হাজারের ওপরে। বাকি ১০ হাজার লোক বাস করে এই টেরিটোরির অন্য টাউন ও গ্রাম এলাকায়। ইউকন খনিজসম্পদে ভরপুর একটি প্রভিন্স। এগুলো এখনো উত্তোলন করা হয়নি। আগামী দিনে কানাডিয়ান সরকার হয়তো এই খনিজসম্পদ উত্তোলনের কাজ হাতে নিতে পারে, সে কারণে এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে তারা কিছু বিভিন্ন পেশার লোক এখানে নিয়ে আসার পরিকল্পনা করছে। কানাডার প্রতিটি জায়গায় নাগরিক সুযোগ-সুবিধা সমান। এখানে আপনি সব ধরনের সুবিধা পাবেন। কোথায় সব তথ্য পাবেন : সরকারি ওয়েবসাইটে ww(w.canada.gc.ca) Ges ww(w.youkon.ca) গিয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। কয়েকটি টাউন এবং সিটিতে চাকরির অফার খুঁজতে বলা হয়েছে। সরকারি ওয়েবসাইটে রাজধানী হোয়াট হর্সসহ মোট ৬টি টাউনে চাকরি খুঁজতে বলা হয়েছে। বাকি ৫টি হচ্ছে ওয়াটসন লেক, ডসন সিটি, হাইনেস জাঙ্কশন, ক্যারম্যাক্স এবং কারক্রস। কবে থেকে শুরু হয়েছে : পাইলট প্রোগ্রামটি শুরু হয়েছে ২০২০ সালের জুলাই মাস থেকে। চলবে আগামী ৩ বছর। তবে কোভিডের কারণে এখন পর্যন্ত কেউ আসতে পারেননি। এই প্রোগ্রাম যদি সফলতার সঙ্গে চলে, তাহলে সরকার আরও চালিয়ে যাবে। প্রোগ্রামের সুবিধাগুলো : এখানে বয়সের ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। বয়সের কোনো লিমিটের কথা বলা নেই। পড়াশোনা এইচএসসি পাস হলেই হবে। আইএলটিএসের স্কোরের কোনো কথা বলা হয়নি। তবে যাদের আইএলটিএস স্কোর থাকবে, তারা সুবিধা পাবেন। কমপক্ষে ৫ হলে চলবে। অসুবিধাগুলো : প্রথমে জব অফার নিয়ে আসতে হবে। কমপক্ষে দুটি জব অফার নিয়ে আসতে হবে। এই দুটি জব অফার এক টাউন থেকে হতে হবে। বাংলাদেশসহ পৃথিবীর যে দেশ থেকে যিনিই আসুক না কেন, তাদের যদি ওই ধরনের কাজের অভিজ্ঞতা তার নিজ দেশে না থাকে, তাহলে কোনো দিন তারা ওই জবের অফার পাবেন না। এইচএসসি পাসের কথা বলা হলেও ওই কাজের জন্য ডিপ্লোমা না থাকলে জব অফার পাওয়া কঠিন হবে। এখানে অনেক ঠাণ্ডা থাকে। মাঝেমধ্যে ঠাণ্ডা মাইনাস ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস শীতের সময় চলে যায়। যারা আনতে আগ্রহী তাদের ওই ধরনের ঠাণ্ডা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। কানাডার ১০টি প্রভিন্সে ঠাণ্ডা থাকলেও সেই ঠাণ্ডা সহনীয়। কিন্তু মাঝেমধ্যে এখানের ঠাণ্ডা অসহনীয় পর্যায়ে চলে যায়। জব কোথায় খুঁজবেন : এই প্রোগ্রামের জন্য চাকরি খুঁজতে কানাডার সরকারি চাকরির ওয়েবসাইটে ww(w.jobbank.gc.ca) যেতে হবে। ওয়েবসাইটে শুধু রাজধানী হোয়াট হর্সে ২৫৯টি জব পোস্টিং আছে। এর মধ্যে হাউজ কিপিং থেকে শুরু করে কিচেন হেলপার, এমনকি সফটওয়্যার টেকনিক্যাল সাপোর্ট অ্যানালিস্টের চাকরি পর্যন্ত রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে চাকরির অফারগুলোতে যদি কাজের অভিজ্ঞতা থাকে এবং ওই ধরনের কোনো একাডেমিক পড়াশোনা থাকে, তাহলে আবেদন করতে পারেন যে কেউ। অন্য ৫টি টাউনেও চাকরি আছে। তা ছাড়া ইউকন টেরিটোরির সরকারি ওয়েবসাইটে ww(w.youkon.ca) জব পোস্টিং রয়েছে। ১৯ ডিসেম্বরে সেখানে ৪৩টি জবের অফার দেখা গেছে। আপনি তাদের কাছে আপনার রেজুমে পাঠাবেন। আপনার রেজুমে পছন্দ হলে ওরা আপনাকে অনলাইন ইন্টারভিউয়ের জন্য ডাকবে। মনোনীত হলে ওরা আপনাকে জব অফার পাঠাবে। জব অফার পাওয়ার পর করণীয় কী : যখন আপনি কমপক্ষে দুটি পার্ট টাইম জব অফার পাবেন, তখন আপনি কানাডিয়ান সরকারি ওয়েবসাইটে ww(w.cic.gc.ca) ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন। আপনি আপনার স্পাউস (স্বামী/স্ত্রী) এবং সন্তান নিয়ে যেতে পারবেন। তবে স্পাউসের কোনো জব অফার লাগবে না। দুই বছর কমপক্ষে আপনাকে ওই খানে থেকে কাজ করতে হবে। অন্য কোনো প্রভিন্সে আপনি যদি দুই বছরের মধ্যে মুভ করেন, তাহলে আপনার ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাবে। দুই বছর ওই খানে চাকরি করার পর আপনি স্থায়ী বাসিন্দা (পারমান্যান্ট রেসিডেন্স) জন্য আবেদন করতে পারবেন। পারমান্যান্ট রেসিডেন্স পেলে আপনার যদি এই টেরিটোরি ভালো না লাগে, তাহলে আপনি কানাডার যেকোনো জায়গায় চলে যেতে পারেন। তবে, যা মনে রাখতে হবে : এই অফারের সারা বিশ্ব থেকে আবেদন করছেন অনেকে। এই পাইলট প্রোগ্রামে বয়সের ব্যাপারটা অনেক শিথিল, শিক্ষাগত যোগ্যতাও কম হলে চলবে এবং নামমাত্র আইইএলটিএস হলে হবে। সে কারণে আপনাকে ওই নির্দিষ্ট কাজে প্রকৃত অভিজ্ঞতা, পড়াশোনা/ডিপ্লোমা থাকতে হবে। কেউ আপনাকে যদি জব অফার এনে দেওয়ার কথা বলে, তাহলে ভাববেন এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কানাডায় জব অফার শুধু যিনি আবেদন করেন এবং পরীক্ষা দেন, তাকেই দেয়া হয়। এর জন্য কারও সঙ্গে কোনো টাকা-পয়সার লেনদেন করবেন না। নিজের জব নিজে জোগাড় করবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন