ইবনে জামান।। ঢাকাঃ১৫ জানুয়ারি ১৫ জানুয়ারী,২০২১ ( শুক্রবার ) বিকেলে হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা'র কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয় এবং একই দিন মাগরিবের নামাজ শেষে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার । সভা দুটিতে সাবেক সভাপতি ডাক্তার সি এম দেলোয়ার রানা, নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডঃ সৈয়দ শাহ এমরান, সহ সভাপতি আলী ইদরিস , কোষাধ্যক্ষ রিপন কবির লস্কর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বেশ কয়েকজন অন্যান্য বিভাগীয় সমপাদক এবং উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন । সাধারণ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে ঢাকায় বসবাসকারী হবিগঞ্জ জেলাবাসী যারা এখনও সদস্য হতে পারেননি, তাদেরকে সদস্য করা, সকল কার্যনির্বাহী সদস্য আজীবন সদস্য হওয়া এবং আরো আজীবন সদস্য করা, সংগঠনের একটি স্থায়ী অফিস স্থাপনের প্রচেষ্টা অব্যাহত রাখা, বিশেষ করে হবিগঞ্জের হাসপাতালে সংগঠনের মাধ্যমে কয়েকটি সি সি ইউ ( করোনারী কেয়ার ইউনিটে স্থাপন করা, ঢাকায় একটি এবং হবিগঞ্জে একটি এমবুলেন্স চালু করার বিষয় ছিল । সভাপতি সভায় উপস্থিত সকলকে জানান , সংগঠনের নির্বাহী সদস্য, হবিগঞ্জের কৃতিসন্তান, সাবেক সচিব জনাব অশোক মাধব রায় ইতিমধ্যেই দুটি এমবুলেন্স প্রাপ্তির আশ্বাস পেয়েছেন। সাধারণ সভা শেষে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শীতার্ত মানুষের মধ্যে বন্টনের জন্য বেশকিছু কম্বল সদস্যগণের কাছে বুঝিয়ে দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন