কয়েক লাখ অভিবাসীকে নাগরিকত্বের মর্যাদা দিতে যাচ্ছেন বাইডেন

জিবিনিউজ 24 ডেস্ক //

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাৎক্ষণিকভাবে কংগ্রেসকে দেশটির আনুমানিক ১১ মিলিয়ন মানুষকে আইনী মর্যাদা বা নাগরিকত্ব দেয়ার অনুরোধ করেছেন, যে ইস্যুতে দীর্ঘকাল বিভক্ত রয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা। তার পরিকল্পনা সম্পর্কে চারজনের ব্রিফ অনুযায়ী, অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করা লাখ লাখ অভিবাসীদের নাগরিকত্বের পথ সুগম করার জন্য অফিসে তার প্রথম দিনই অভিবাসনের নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশ দেবেন।

 

নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করা প্রায় ১১ মিলিয়ন মানুষকে নাগরিকত্ব প্রদানের কথা উল্লেখ করেছিলেন বাইডেন। তবে এটি স্পষ্ট ছিল না যে করোনাভাইরাস মহামারি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং অন্যান্য অগ্রাধিকারগুলোর পাশাপাশি এ বিষয়ে তিনি কতো দ্রুত পদক্ষেপ নেবেন।

বাইডেনের পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত মেরুতে, কারণ ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে সাফল্য পেয়েছিলেন ট্রাম্প।

এই নির্বাহী আদেশ সম্পর্কে ব্রিফ করা জাতীয় ইমিগ্রেশন আইন কেন্দ্রের নির্বাহী পরিচালক মেরিলেনা হিনকাপি বলেন, ‘এটি ট্রাম্পের অভিবাসী বিরোধী এজেন্ডার বিপরীতে সত্যিই এক ঐতিহাসিক পরিবর্তন। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা সকল অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের স্বীকৃতি দিবে এটি।’

যদি সফল হয়, যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ১৯৮৬ সালে প্রায় ৩০ লাখ অভিবাসীকে সাধারণ ক্ষমার আদেশ দেয়ার পর তাহলে এ আইনটি হবে দেশটিতে অবৈধভাবে বসবাস করা মানুষদের মর্যাদা দেয়ার সবচেয়ে বড় পদক্ষেপ।

২০০৭ ও ২০১৩ সালে ব্যর্থ হয় অভিবাসন নীতি বদলের আইনী প্রচেষ্টা।

প্রসঙ্গত, অভিবাসন ছাড়াও আবাসন ও শিক্ষা ঋণ, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের জন্য অভিষেকের দিনেই নির্বাহী আদেশ দিতে পারেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে জো বাইডেনের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন