ভারতে প্রথম দিন টিকা পেলেন ১ লাখ ৯১ হাজার মানুষ

  জিবিনিউজ 24 ডেস্ক //

ভারতে প্রথম দিন ১ লাখ ৯১ হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক, স্বাস্থ্য কর্মী, পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দেওয়া হয়। এরপরেই পুলিশ, সামরিক বাহিনীর সদস্য এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ।

দ্বিতীয় ধাপে টিকা দেয়া হবে ৫০ বছরের বেশি বয়স্কদের। বিশেষ করে যাদের আগে থেকেই কোনো না কোনো অসুস্থতা রয়েছে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটি। টিকাদানের জন্য ব্যাপক প্রশিক্ষণও দেয়া হয়েছে।

 

শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে একসঙ্গে ৩ হাজার ছয়টি কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় এক ভিডিও কনফারেন্সে মোদি বলেন, ইতিহাসে এতো বড় টিকাদান কর্মসূচি এই প্রথম। তবে টিকাদান শুরু হলেও মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ছাড় দিলে চলবে না।

করোনা টিকা নেওয়ার পর কোথাও কোথাও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। দিল্লিতে ৫১ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজনকে ২ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে এছাড়া তেমন কোনো বড় সমস্যা দেখা দেয়নি।

মহারাষ্ট্রে ২৮ হাজার মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও টিকা নিয়েছেন ১৮ হাজার ৩২৮ জন। দিল্লিতে টিকা নিয়েছেন ৪ হাজার ৩১৯ জন, উত্তরপ্রদেশে ২১ হাজার ২৯১ জন, বিহারে ১৮ হাজার ১৬৯ জন, পশ্চিমবঙ্গে ৯ বাজার ৭৩০ জন, তামিলনাড়ুতে ২ হাজার ৯৪৫ জন, আসামে ৩ হাজার ৫৫৮ জন টিকা নিয়েছেন।

অপরদিকে রাজস্থানে ১৬ হাজার ৭শ’ জনের টিকা নেওয়ার কথা থাকলেও নিয়েছে মাত্র ৯ হাজার ২৭৯ জন। কর্নাটকে ১৩ হাজার ৫৯৪ জন, তেলেঙ্গানায় ৪ হাজার ২শ’ জন, অন্ধ্রপ্রদেশে ১৮ হাজার ৪১২ জন, কেরালায় ৮ হাজার ৫২ জন, মধ্যপ্রদেশে ৯ হাজার ২১৯ জন এবং পাঞ্জাবে ১ হাজার ৩১৯ জন টিকা গ্রহণ করেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন