গাজী আবেদ ।। জিবি নিউজ ।।
মৌলভীবাজার সদর উপজেলার ২নঃ মনুমূখ ইউনিয়নে ২য় মেম্বার কাবাডি টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় মনুমুখ কাবাডি একাডেমির ২৬-১৯ পয়েন্ট ব্যবধানে করিমপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উক্ত খেলা ফাইনাল খেলায় প্রধান অতিথির উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নঃ মনুমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক সেফুল ৬নঃ একাটুনা ইউনিয়ন পারিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান, উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র সম্পাদক গাজী মারুফ,২নঃ মনুমূখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লেফাছ আহমেদ সম্পাদক মসুদ রহমান, সমাজসেবক এমদাদুল হক ঝুন্নু, গাজী কামাল,দিলদার আহমদ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দু সহ অত এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান
উক্ত খেলার সভাপতিত্ব করেন জনাব শাহ ইমরান সাজু সদস্য মনুমুখ ইউনিয়ন পরিষদ.. ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনুমুখ কাবাডি একাডেমীর মোশারফ..
উক্ত ফাইনাল খেলায় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়ার অংশগ্রহন করেন.. উত্তর টুর্নামেন্টের ২৪ টি দল অংশগ্রহণ করে
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন