হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে অবৈধ ভারতীয় বিড়ি ও মোটর সাইকেলসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম- মেছবাহ হোসেন (৩০)। সে জেলার তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। আজ মঙ্গলবার ( ১৯শে জানুয়ারী ) সকাল ১০টায় চোরাকারবারী মেছবাহ হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এব্যাপারে এলাকাবাসী সূত্রে জানা যায়- গত সোমবার ( ১৮ই জানুয়ারী ) সন্ধ্যায় প্রতিদিনের মতো লাউড়গড় সীমান্তের শাহ আরেফিন মোকাম ও পুরান লাউড় এলাকা দিয়ে বিজিবির সোর্স পরিচয়ধারী শহিদ মিয়া, আমিনুল মিয়া, নুরু মিয়া ও রফিক মিয়াগং ভারত থেকে নাসির উদ্দিন বিড়ি, মদ ও ইয়াবা পাচাঁর করে মাদকের গ্রাম কামড়াবন্দে নিয়ে যায়। সেখান থেকে পাচাঁরকৃত মাদক দ্রব্যের মধ্যে ৪২হাজার পিছ ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ক্রয় করে বিড়ি ও মাদক ব্যবসায়ী মেছবাহ হোসেন। এরপর রাত অনুমান ৮টার সময় মোটর সাইকেল দিয়ে পাচাঁরকৃত বিড়ি নিয়ে তাহিরপুর বাজারে যাওয়ার পথে পোছনারঘাট নামকস্থানে মেছবাহ হোসেনকে গ্রেপ্তার করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসান। এরআগে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে এবং মাদকের গ্রাম কামড়াবন্দ থেকে ইয়াবার চালানসহ হাবিব সারোয়ার আজাদ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী আটক করে গনধৌলাই দিয়ে থানায় সোর্পদ করেছিল। কিন্তু আজাদ মিয়ার অবৈধ অর্থ ও কোটি টাকার সম্পদের ব্যাপারে দুদক কর্তৃক আইনগত কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানাগেছে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এই প্রতিবেদককে বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আর ভারতীয় অবৈধ বিড়ি ও মোটর সাইকেলসহ গ্রেপ্তার হওয়া মেছবাহ হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। সে দীর্ঘদিন যাবত এই অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন