ভিভিআইপিরা আগে ভ্যাকসিন পাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

ভিভিআইপিরা আগে টিকা পাবেন না।যাদের সবচেয়ে আগে ভ্যাকসিন প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শুরুতে ভ্যাকসিন নিচ্ছেন, বাংলাদেশে এমন হবে কি না- এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। যেমন ফ্রন্টলাইনার (সম্মুখসারি) হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনার ভ্যাকসিন দেওয়া হবে। যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে। ভিভিআইপিরা আগে ভ্যাকসিন পাবেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বুধ অথবা বৃহস্পতিবার আসছে। আমি বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করব। স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন