জিবিনিউজ 24 ডেস্ক //
ভিভিআইপিরা আগে টিকা পাবেন না।যাদের সবচেয়ে আগে ভ্যাকসিন প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শুরুতে ভ্যাকসিন নিচ্ছেন, বাংলাদেশে এমন হবে কি না- এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চিন্তাভাবনা করছি যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদের আগে দেব। যেমন ফ্রন্টলাইনার (সম্মুখসারি) হিসেবে ডাক্তার, নার্স, পুলিশ ও সাংবাদিকদেরও করোনার ভ্যাকসিন দেওয়া হবে। যেটা প্ল্যান করা আছে সেভাবেই হবে। ভিভিআইপিরা আগে ভ্যাকসিন পাবেন না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি ভারত থেকে উপহার হিসেবে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বুধ অথবা বৃহস্পতিবার আসছে। আমি বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করব। স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন