রুবেল আহমেদ || মৌলভীবাজার ::- হে শিক্ষক তোমার শূন্যতা পূরন হওয়ার নয় তুমি ছিলে শক্তি,আমাদের প্রতিক্ষনে প্রেরনার উৎস,তুমি আছো থাকবে প্রতিটি সমাবেশে তোমায় জানাই হাজারো সালাম।পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সৈয়দ বুলন্দ মুনির দানিয়াল স্যার গত ২১ জানুয়ারি ২০২০ ইংরেজীতে এ দুনিয়াবি মায়াবী ত্যাগ করে উপরওয়ালার ডাকে সারা দিয়ে পরপারে চলে যান। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে। আজ ২১ জানুয়ারি পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন এবং পুরাতন ছাত্র ও শিক্ষকবৃন্দ মিলে শ্রদ্বেয় স্যার এর প্রথম মৃত্যু বার্ষিকীতে প্রথমেই সকাল ৯:৩০ ঘটিকার সময় স্যার এর কবর জিয়ারত ও খতমে কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করা হয়।
২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় স্কুল হল রুমে বিদ্যালয়ের শিক্ষক রায়হানুর রহমান রাব্বির উপস্হাপনায় স্মরনসভা ও দোয়ার মাহফিলে স্যারকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময়ে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকামন্ডলী, প্রাক্তন ছাত্র প্রফেসর জনাব শামিম আহমদ, ইফতেখার আহমেদ, আবুল কালাম,মাহবুব ইজদানী ইমরান, মনোয়ার আহমেদ রহমান,জহির,রাহুল,রুবেল আহমেদ, মইনউদ্দিন,তারেক সহ স্কুলের নতুন পুরাতন ছাত্র ছাত্রী।
উক্ত স্মরনসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, স্যার এর বন্ধু আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী, প্রাক্তন ছাত্র প্রফেসর জনাব শামিম আহমদ।
সকল শ্রেনী পেশার মানুষের প্রিয় ব্যাক্তি শ্রদ্ধেয় স.ব.ম দানিয়াল স্যারের আজ প্রথম মৃত্যু বার্ষিকী, উনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ রুহের মাগফিরাত কামনায়
স্মরনসভা শেষে ১২:৩০ মিনিটের সময় মাওলানা বাহাউদ্দিন হেলালী প্রয়াত স্যার এর রূহে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন এবং শিরনি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সম্পাতি করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন